যাবতীয় প্রশংসা মহান আল্লাহ পাকের, দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর প্রিয় হাবিব (সা.) এর প্রতি অতঃপর তাঁর পবিত্র বংশধর এবং সাহাবায়ে কেরামের উপর।
আমি গভীরভাবে স্মরণ করছি আলেমে হাক্কানী ওলীয়ে কামেল শাহসূফী আলহাজ্ব হযরত মাওলানা নূর মোহাম্মদ (রহ:) কে, যার অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফসল এই দ্বীনি মশাল ও আলোকবর্তিকা মাদারীপুর আহমাদিয়া কামিল (এম,এ) মাদরাসা। ইসলামি শিক্ষা পূর্ণাঙ্গ জীবন বিধানের শিক্ষা। এ শিক্ষাধারা শিক্ষার্থীকে সংকীর্ণ গণ্ডির মধ্যে আটকে না রেখে বৃহত্তর পরিসরে ধর্মীয় মূল্যবোধের আলোকে সৃজনশীল চর্চার দিকে চালিত করে। এর ফলে শিক্ষার্থীরা কূপমণ্ডুকতার পরিবর্তে মহান আল্লাহর বিস্ময়কর সমগ্র সৃষ্টিজগৎ থেকে জ্ঞানার্জনের মানসিকতা নিয়ে বেড়ে ওঠে।